চন্দ্রাবতী ‘শিশুসাহিত্য’ পুরস্কার পেলেন তিন লেখক

শিশুদের জন্য লেখালেখিতে বিশেষ অবদানের জন্য খ্যাতিমান লেখককে ‘শিশুসাহিত্য’ পুরস্কার দিয়েছে চন্দ্রাবতী একাডেমি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2014, 02:48 PM
Updated : 30 May 2014, 02:48 PM

শুক্রবার শাহবাগের দুই দিনব্যাপী চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে লেখক এখলাসউদ্দিন আহমদ, সুকুমার বড়ুয়া ও মুহম্মদ জাফর ইকবালের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

পুরস্কার হিসেবে প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক দেয়া হয়েছে।

শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে পুরস্কার পাওয়া তিন লেখকের পক্ষ থেকে রাখেন অধ্যাপক জাফর ইকবাল।

তিনি বলেন, “আগে বই-ই ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। এখন নতুন প্রজন্ম বই পড়ে বড় হচ্ছে না, ভিডিও দেখে সন্তুষ্ট হচ্ছে।

জাফর ইকবাল বলেন, “বিদ্যালয়ে বাচ্চাদের বইয়ের জগতে ফিরিতে দিতে চাই। আর এজন্য প্রত্যেক স্কুলে লাইব্রেরি করতে হবে।”

ছোটদের জন্য লিখে যে আনন্দ পাওয়া যায়, অন্য কোনো কাজেই সেই আনন্দ নেই বলেও মন্তব্য করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

সম্মেলনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, “শিশু সাহিত্য নিয়ে এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যেসব সুপারিশ আসবে তা মূল ধারার শিক্ষায় যোগ করার বিষয়ে চিন্তাভাবনা করা হবে।”

শিশু সাহিত্য রচনায় শিশুদের আধুনিকতার বিষয়টিও যেন প্রাধান্য পায় সে বিষয়ে লেখকদের প্রতি অনুরোধ রাখেন নাহিদ।

চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল, প্রধান উপদেষ্টা মাহফুজুর রহমান, সম্মেলনের পৃষ্ঠপোষক ও এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।