র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থায় সশস্ত্র বাহিনীর সায়

নারায়ণগঞ্জের ঘটনায় চাকরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোনো বাধা নেই বলে সশস্ত্র বাহিনী বিভাগ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2014, 06:47 PM
Updated : 15 May 2014, 08:16 PM

ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতা চেয়ে পুলিশের পাঠানো চিঠির লিখিত জবাব এসেছে বলে পুলিশ সদরদপ্তর ও নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে।

নারয়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“র‌্যাবের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।”

এই তিন কর্মকর্তা হলেন- র‌্যাব-১১ এর সাবেক কমান্ডার তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর কর্মকর্তা এম এম রানা।

গত ১১ এপ্রিল তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয় হাই কোর্ট। এরপর সামরিক বাহিনীর সাবেক তিন সদস্যকে গ্রেপ্তারে আদালতের নির্দেশ বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ পুলিশের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়, তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে

অপহরণের পর ওই তিন র‌্যাব কর্মকর্তাকে নারায়ণগঞ্জ থেকে সরিয়ে আনা হয়,

লাশ উদ্ধারের পর এ ঘটনায় র‌্যাব-১১ এর কর্মকর্তাদের বিরুদ্ধে নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ তুললে ওই তিন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।