চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচল চালু

দুর্ঘটনার ৩৫ ঘণ্টা পর চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2014, 06:44 AM
Updated : 25 April 2014, 10:34 AM

শুক্রবার রাত সাড়ে ৪টায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত ১০টি বগি উদ্ধার শেষে এই রুটে রেল শুরু হয়।

চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ২৫টি বগির মধ্যে ১০টি বগি বুধবার বিকেল সাড়ে ৫টায় বাকিলা এলাকায় লাইনচ্যুত হয়। এর পর থেকেই চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ ছিল।

চাঁদপুর রেলস্টেশনের সহকারী মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, লাইনচ্যুত ১০টি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামত কাজ শুক্রবার রাত সাড়ে ৪টায় শেষ হয়। এরপর এই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।