শ্যালোতে শাড়ি জড়িয়ে কিষানির মৃত্যু

যশোরের শার্শার এক গ্রামে শ্যালো মেশিনে শাড়ি জড়িয়ে এক কিষানি মারা গেছেন।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 04:04 PM
Updated : 24 April 2014, 04:09 PM

বৃহস্পতিবার এ ঘটনায় নিহত হালিমা খাতুন (৪০) উপজেলার রাজনগর গ্রামের প্রয়াত আব্দুস সোবাহানের স্ত্রী।

শার্শা ইউনিয়ন পরিষদের সদস্য বিদ্যুৎ হোসেন  জানান, গত বছর স্বামীর মৃত্যুর পর নিজের জমাজমি চাষ করতেন হালিমা।

দুপুরে ধান কাটার পর শ্যালো মেশিনের পাশে বসে ভাত খাচ্ছিলেন তিনি।

“খাওয়া শেষে ওঠার সময় তার শাড়িটি শ্যালো মেশিনের চাকায় জড়িয়ে যায়।

“এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।”

তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানাজার পর স্বামীর পাশেই তাকে কবর দেয়া হয়েছে।

এদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার জানিয়েছেন, শার্মা উপজেলায় দুই হাজার নারী নিজের জমিসহ অন্যের জমিতে চাষাবাদ করে।

এছাড়া তিন হাজারের মতো নারী ক্ষেতমজুর হিসেবে এ উপজেলায় কাজ করে থাকে।