নাটোরে অস্ত্রসহ ৪ অপহরণকারী গ্রেপ্তার

এক বন্ধুকে অপহরণের অভিযোগে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 03:15 PM
Updated : 24 April 2014, 03:15 PM

বৃহস্পতিবার বিকালে নাটোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাদেরকে উপস্থিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে আব্দুস সবুর (১৬), সোহেল রানা (৩২), সাইদুল শেখ (৪০) এবং শামীম হোসেন (২৮)। তাদের মধ্যে একজনকে গত শনিবার ও অন্যদের বুধবার গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য মতে বুধবার একটি বিদেশী পিস্তল, একটি গুলি, ছয় হাজার টাকা ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

রাজশাহী বাগমারা র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর জামাল জানান, বন্ধু সাদমান শাহরিয়ারের (১৬) বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে তাকে ছেড়ে দেয়ার পরে আবারো মোবাইল ফোনে চাঁদা দাবি করছে বলে অভিযোগ পায় র‌্যাব।

ফোনে আড়ি পেতে গত শনিবার গ্রেপ্তার করা হয় সাদমানের বন্ধু আব্দুস সবুরকে। তারা দুজনেই এসএসসি পরীক্ষার্থী।

সবুরের দেয়া তথ্য মতে বাকি তিনজনকে বুধবার গ্রেপ্তার করা হয়।

মেজর জামাল আরো জানান, গত ১৮ এপ্রিল নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর বাজার থেকে সাদমানকে কৌশলে একটি মোটরসাইকেলে করে সদর উপজেলার ছাতনী গ্রামের একটি বাড়িতে তুলে নিয়ে যায় সবুর।

এরপর তার বাবা শফিকুল ইসলামের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেয়।

তারা এ ধরনের ঘটনা এর আগেও ঘটিয়েছে বলে র‌্যাবকে জানিয়েছে।

এই চক্র কখনো নিজেদেরকে র‌্যাব সদস্য, কখনো গোয়েন্দা পুলিশের সদস্য হিসাবে পরিচয় দিত।