কীটনাশক ছিটিয়ে ইরি ধান নষ্ট

নওগাঁর রানীনগরে কীটনাশক ছিটিয়ে এক বর্গাচাষীর প্রায় ১০ বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 02:32 PM
Updated : 25 April 2014, 09:01 AM

বৃহস্পতিবার সকালে বিষয়টি এলকাবাসীর নজরে আসে।

নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম নুরুজ্জামান মন্ডল জানান, উপজেলার ভাণ্ডারা গ্রামের আকবর আলীর ছেলে শুকবর আলীর ইরি ধানের ক্ষেতে শক্তিশালী কীটনাশক ছিটিয়ে দেয়ায় সব ধান চিটা হয়ে গেছে।

দুপুরে উপ-পরিচালক নুরুজ্জামানসহ রানীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী।

ইউএনও মনিরুল ইসলাম বলেন, “ওই চাষীকে সহায়তা করা যায় কি-না, তা খতিয়ে দেখছে প্রশাসন।”