ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

খাস জমির দখল নিয়ে ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 01:37 PM
Updated : 24 April 2014, 01:37 PM

বৃহস্পতিবার বিকালে এ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে ৪৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে আহতদের মধ্যে ১৯ জনকে কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কসবা থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার কুটি ইউনিয়নের রাণীয়ারা ও মাইজখার গ্রামের আওয়ামী লীগের নেতা ছিদ্দিক মিয়া ও মোকাদ্দেছ মিয়ার মধ্যে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সরকারি খাস জমির দখল নিয়ে কথা কাটাকাটি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে তাদের কয়েকশ’ সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টা চেষ্টা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ৪৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।

সংঘর্ষে থানার ওসি তদন্ত মফিজুর রহমান ভুইয়া এসআই প্রেমধন ও কনস্টেবল তরিকুল ইসলাম, শিমুল চক্রবর্তীসহ ৩০জন আহত হয়।

কসবা হাসপাতালের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন জানান, জহির মিয়া (৩২),সাকিল মিয়া (১২), ফজলুল হক (৪৬), মাহফুজ মিয়া (৫০), নিলুফা বেগম (৪০), আহিদুর রহমান (৪২), আবু কাওসার (১৪), সুহেল মিয়া (৩৮), রায়েত আলীকে (৫১) কসবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষ চলাকালে কুমিল্লা সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কসবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম বলেন, “দুই পক্ষকে আর সংঘর্ষ না করতে বলা হয়েছে।”

শুক্রবার স্থানীয়ভাবে সালিশ করে এ বিরোধ মেটানো হবে বলে তিনি জানান।

এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।