সব জেলায় গঠিত হলো শিশু আদালত

দেশের সব জেলায় শিশু আদালত গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 12:38 PM
Updated : 24 April 2014, 12:38 PM

প্রতিটি জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতকে শিশু আদালত হিসেবে নির্ধারণ করে গত ১৩ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ২০১৩ সালের শিশু আইনের ১৬(২) ধারা অনুসারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রত্যেক জেলায় শিশু-আদালত গঠন করেছে।

কোনো জেলায় একাধিক অতিরিক্ত দায়রা জজ আদালত থাকলে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত, অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত বিদ্যমান না থাকলে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত এবং অতিরিক্ত দায়রা জজ ১ম ও ২য় আদালত না থাকলে অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত শিশু-আদালত হিসেবে নির্ধারিত হবে।

মেট্রোপলিটন এলাকার জন্য অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালতকে শিশু-আদালত হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিশু আইনের ১৬(২) ধারার শর্ত অনুযায়ী কোনো জেলায় অতিরিক্ত দায়রা জজ না থাকলে ওই জেলার জেলা ও দায়রা জজ তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসাবে শিশু-আদালতের দায়িত্ব পালন করবেন।