রংপুরে ‘জ্বিনের বাদশা' গ্রেপ্তার

জ্বিনের বাদশার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 12:37 PM
Updated : 25 April 2014, 09:06 AM

র‌্যাব-১৩ রংপুরে উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার মোতাহের হোসেন জানান, বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়াবাজার থেকে আজমল হোসেনকে আটক করা হয়।

আজমল গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

তাদের কাছে আজমল হোসেন স্বীকার করেন আট বছর আগে তিনি প্রথম গাইবান্ধা জেলায় জ্বিনের বাদশার নামে প্রতারণা শুরু করেন। গাইবান্ধা, রংপুর, বগুড়া ও ঢাকায় তার নিয়ন্ত্রণে আরো আটজন জ্বিনের বাদশা রয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ে রংপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে র‌্যাব।

আজমলের নামে আটটি প্রতারণা এবং একটি খুনের মামলা রয়েছে। তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।