তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার দুই তরুণের জামিন

জামিন পেলেন তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার চট্টগ্রামের দুই তরুণ উল্লাস ও রাহী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 12:29 PM
Updated : 24 April 2014, 06:05 PM

চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম বৃহস্পতিবার বিকালে উল্লাস দাশ (১৮) ও কাজী মাহমুদুর রহমান রায়হান রাহীর (১৮) জামিন মঞ্জুর করেন।

তাদের আইনজীবী আসিফ উদ্দিন আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫ হাজার টাকা মুচলেকায় তাদের প্রত্যেককে জামিন মঞ্জুর করেন আদালত।

একইসাথে আসামিদের প্রতি বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার আদেশও দেয় আদালত।

মজিবুর রহমান চৌধুরী ফারুকের নেতৃত্বে আসিফের সঙ্গে আবু বকর সিদ্দিকী আজিমও এই মামলায় লড়েছিলেন।

আসিফ চট্টগ্রামের মানবাধিকার সংগঠন ‘লিরোর’ পক্ষ থেকে এই মামলায় আইনি সহায়তা দেন বলে তিনি জানান।

জামিন পেলেও কাগজপত্র কারাগারে না পৌঁছায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মুক্তি পাননি দুই তরুণ। শুক্রবার সকাল নাগাদ দুইজন মুক্তি পেতে পারেন বলে জানান তাদের আইনজীবীরা।

উল্লাস ও রাহি দুইজনই চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী এবং অনলাইনে সক্রিয়।

গত ৩০ মার্চ নগরীর চকবাজার এলাকা থেকে রাহী ও উল্লাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ আনে পুলিশ।

তবে অনলাইন অ্যাক্টিভিস্টদের অভিযোগ, জঙ্গিবাদ প্রচারকারী ব্লগার ফারাবী শফিউল আলমের উস্কানিতে চট্টগ্রাম কলেজের এই দুই এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

রাহীর পরিবার সেসময় অভিযোগ করেছিল, ইসলামী ছাত্রশিবিরে যোগ না দেয়ায় তাকে পুলিশে ধরিয়ে দেয়া হয়।

গ্রেপ্তারের পর তারা কারাগারে আটক অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

গত ৯ ফেব্রুয়ারি ফেসবুকে করা সফিউর রহমান ফারাবীর একটি পোস্টে মন্তব্য করেন রায়হান রাহী।

এতে ‘মুক্তমনার’ প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়ের বক্তব্য, আস্তিক-নাস্তিকসহ বিভিন্ন বিষয়ে বির্তক হয়।

দুই পরীক্ষার্থী গ্রেপ্তারের পর নিজের ফেসবুকে ফারাবী দাবি করেন, তার ওই পোস্টে মন্তব্য করায় রাহীকে গ্রেপ্তার করা হয়।

গত বছর ঢাকায় ব্লগার আহমেদ রাজীব হায়দারের মৃত্যুর পর তার জানাজা পড়ানো ইমামকে হত্যার হুমকি দেন ফারাবী। এরপর মামলায় গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।