প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের সাক্ষাৎ

সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নে সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 10:49 AM
Updated : 24 April 2014, 10:49 AM

সার্ক মহাসচিব অর্জুন বাহাদুর থাপা বৃহস্পতিবার দেখা করতে এলে তার সঙ্গে আলোচনায় শেখ হাসিনা এই বিষয়ে জোর দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব জানিয়েছেন।

সার্কের নতুন মহাসচিব হওয়ায় অর্জুন থাপাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সার্ক মহাসচিব সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নে অগ্রাধিকার খাতগুলো চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর পরামর্শ চান।

দারিদ্র্য বিমোচন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা, বাণিজ্য এবং জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচন সার্কভুক্ত দেশগুলোর মূল লক্ষ্য।

দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে এই অভিজ্ঞতা অন্যান্য সদস্য দেশগুলোর সঙ্গে বিনিময়ের কথাও বলেন তিনি।

সার্কভুক্ত দেশগুলোর উৎপাদিত পণ্যের বাজার এই অঞ্চলের জনগণই হতে পারে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার এসময় উপস্থিত ছিলেন।