আছড়ে দুই প্রাণ নিল হাতি, গেল নিজেরও

মেঘালয় রাজ্যের গারো পাহাড় বেয়ে নেমে এসেছিল ভারতীয় হাতিটি। পরে নেত্রকোনার সোমেশ্বরী নদীর চর দিয়ে সাধুপাড়ার লোকালয়ে ঢুকে পড়ে। তাকে আটকাতে ডাক পড়ে পুলিশ বিজিবি’র।

নেত্রকোণা প্রতিনিধি বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 08:26 AM
Updated : 24 April 2014, 08:29 AM

না, হাতিটিকে জীবিত আটকানো যায়নি। মরার আগে শুঁড় দিয়ে আছড়ে মেরেছেন দুই জনকে।

দুর্গাপুর থানার ওসি রেজাউল করিম জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সাধুপাড়া বেড়িবাঁধ এলাকায় ঢুকে হরি দে’র বাড়িতে হামলা চালায় ওই বন্য হাতি। এ সময় গীতা রাণী নামে একজন আহত হন।

পরে স্থানীয়রা তাড়া দিলে হাতিটি নলুয়াপাড়া এলাকায় ধানক্ষেতে অবস্থান নেয়। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, বিজেবিসহ এলাকাবাসী হাতিটিকে আটকের চেষ্টা চালায়। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ হাতিটি দৌড় দিলে সামনে তিন জনকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়।

এতে ঘটনাস্থলেই চকলেঙ্গুরা গ্রামের তাহের উদ্দিন (৭০) ও দুর্গাপুর পৌর শহরের মিঠাপুকুর পাড় এলাকার শিবু পান্ডে (৪০) মারা যায়।

আহত সাধুপাড়া বেড়িবাঁধ এলাকার হরি দের স্ত্রী গীতা রানী দে (৫৫) ও চকলেঙ্গুরা গ্রামের আব্দুর রহিমকে (৫৫) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অবস্থার অবনতি হলে গীতাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম সিদ্দিকুর রহমান।

পরে হাতিটিকে গুলি করে মারা হয়েছে বলে জানান ওসি রেজাউল করিম।