ফরিদপুরে ‘নারী ডাকাত’ গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি করার পর পুলিশের অভিযানে এক নারী ডাকাতসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 07:43 AM
Updated : 25 April 2014, 09:08 AM

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোলাগুলির পর  গুলিবিদ্ধ অবস্থায় একজনসহ ওই দুই ডকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রিয়াজুল ইসলাম ও সিরাজুম মনিরা নাবিলা।    

ভাঙ্গা থানার ওসি মো. নাজমুল ইসলাম জানান, সৌদি আরব থেকে দেশে ফেরা শফিকুল ইসলাম নামের এক প্রবাসীর মাইক্রোবাসকে অনুসরণ করছিলো চার সদস্যের ওই ডাকাতদলের আরেকটি মাইক্রোবাস।

তারা ভাঙ্গার পুকুরিয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই প্রবাসীকে বহনকারী গাড়িটি আটকান। এসময় তল্লাশির কথা বলে শফিকুলের কাছে থাকা ২৭ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা) ছিনিয়ে নেয়া হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মালিগ্রাম এলাকায় ডাকাতদের গাড়িটিকে থামার জন্য চ্যালেঞ্জ করে।

ওসি নজরুল বলেন, “এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত গুলিবিদ্ধ হন। দুইজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ডাকাত সদস্য রিয়াজুল ও নাবিলা গ্রেপ্তার হন।

 

ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫১-৪৩৪৪), ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেট ও একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা নজরুল।

আহত রিয়াজুলকে পুলিশের তত্ত্বাবধানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।