২০ ঘণ্টায়ও চালু হয়নি চট্টগ্রাম-চাঁদপুরে রেল চলাচল

লাইনচ্যুত বগি অপসারণের কাজ শেষ না হওয়ায় ২০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচল।

চাঁদপুর প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2014, 07:36 AM
Updated : 24 April 2014, 07:36 AM

বৃহস্পতিবার দুপুরের পর রেল চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

লাইনচ্যুত ১০টি বগির মধ্যে ইতোমধ্যে ৫টি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিগুলোর উদ্ধার ও রেলের লাইন মেরামত কাজ চলছে।

চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ২৫টি বগির মধ্যে ১০টি বগি বুধবার বিকাল সাড়ে ৫টায় বাকিলা এলাকায় লাইনচ্যুত হয়। এই ঘটনার পর থেকে চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

পদ্মা কোম্পানির সিডিআর স্পেশাল ট্যাংকারগুলোর সবগুলোতে অকটেন রয়েছে।

ট্রেন বগি লাইনচ্যুতের হওয়ার চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হলেন বিভাগীয় টেলিযোগাযোগ ও সংকেত প্রকৌশলী সুশীল কুমার হালদার।

সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী চট্টগ্রাম-১ আদিকুর রহমান, বিভাগীয় প্রকৌশলী যান্ত্রিক কামরুজ্জামান ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা জাকির হোসেন।

চাঁদপুর রেলস্টেশনের সহকারী মাস্টার মো. সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনটি উদ্ধারের জন্য লাকসাম থেকে আসা উদ্ধার যান কাজ করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৫টি বগি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে। এছাড়া ক্ষতিগ্রস্ত লাইন মেরামতেরও কাজ চলছে।