পোশাক শ্রমিকদের বীমা বিবেচনা করছে সরকার

তৈরী পোশাক শ্রমিকদের বীমার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 05:30 PM
Updated : 23 April 2014, 05:48 PM

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উপ-মহাপরিচালক গিলবার্ট হনবো বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের বলেন, “তৈরী পোশাক শ্রমঘন শিল্প বলে আইএলওর উপ-মহাপরিচালক বীমার ওপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে।”

ফাইল ছবি

সাক্ষাতকালে আইএলওর উপ-মহাপরিচালক রানা প্লাজা ধসে হতাহতদের উদ্ধার কাজে সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

উদ্ধার তৎপরতায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।

এর জবাবে শেখ হাসিনা বলেন, সরকারের প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ববোধ থেকেই তিনি রানা প্লাজার উদ্ধার কার্যক্রম তদারকি করেছেন।

ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার ও সৎকার, নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদানসহ আহতদের পুর্নবাসনে নেয়া উদ্যোগগুলো প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

গিলবার্ট হনবো বলেন, একটি সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রানা প্লাজার মতো ঘটনা এড়ানো সম্ভব।

প্রধানমন্ত্রী তৈরী পোশাক খাতের শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টিও তুলে ধরেন।

শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য আইএলও’র সহযোগিতা চান তিনি।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও শ্রম সচিব মিকাইল শিপার উপস্থিত ছিলেন।