খিলগাঁওয়ে ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 04:19 PM
Updated : 23 April 2014, 04:22 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গুলিবিদ্ধ মনজু মিয়াকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, এই ব্যবসায়ী মারা গেছেন।

তার শরীরের চারটি বুলেটের চিহ্ন রয়েছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান সাংবাদিকদের জানান।

দুই সন্তানের জনক মনজু মিয়ার বাসা খিলগাঁওয়ে ভুইয়া পাড়ায়। তিনি ইট-বালুর ব্যবসা করতেন।

নিহতের স্ত্রী সাহিদার বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, বাসা থেকে কয়েকজন সন্ধ্যায় মনজুকে ডেকে নিয়েছিল।

হত্যাকাণ্ডের কারণ স্ত্রী জানাতে পারেননি।

কেরানীগঞ্জ-হাজারীবাগে দুই খুন

কেরানীগঞ্জে ও রাজধানীর হাজারীবাগ থেকে এক বৃদ্ধাসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দীন মীর জানান, বুধবার সকাল ১১টার দিকে মায়া রাণী সাহা (৬০) নামে এক নারীর লাশ পূর্ব শুভাড্ডায় তার নিজের বাসা থেকে উদ্ধার করা হয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে আঘাত এবং বাম চোখ গলিত ছিল। তাকে গভীর রাতে অথবা সকালের কোন সময় হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

অবিবাহিত মায়া রাণী একতলা ওই বাড়িতে একাই থাকতেন।

“পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে মায়া রাণীর বিরোধ ছিল। এই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে কি না তদন্ত করা হচ্ছে।”

ময়নাতন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে দুপুরে হাজারীবাগের রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার একটি গলি থেকে জাহাঙ্গীর হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে হাজারীবাগ থানার ওসি মইনুল হোসেন জানান, এলাকায় রাতে মহসীন আলী নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে।

“ওই চুরির ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করা হয়।”

জাহাঙ্গীরের শরীরের জখমের চিহ্ন রয়েছে, বলেন ওসি।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।