‘ছাত্রীকে প্রেমের বার্তা দিয়ে’ বরখাস্ত শিক্ষক

ছাত্রীকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রেমের প্রস্তাব পাঠানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুরে এক স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 04:11 PM
Updated : 23 April 2014, 04:12 PM

উপজেলার হয়দেবপুর গ্রামের ডা. কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান আলীর বিরুদ্ধে গত রোববার এ ব্যবস্থা নেয়া হয় বলে স্কুল কর্তৃপক্ষ জানায়।

এছাড়া বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠণ করা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা কামাল জানান, ওই স্কুলের সহকারী শিক্ষক হাসান আলীর বিরুদ্ধে রোববার (২০ এপ্রিল) শিক্ষার্থীরা এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়।

ওইদিনই ওই শিক্ষককে এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ব্যাপারে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠণ করা হয়েছে।

পরিচালনা পরিষদ সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হলেন ওই স্কুলের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মান্নান।

তাদের তদন্ত প্রতিবেদনের সময় দেয়া হয়েছে ১০ কার্যদিবস। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে মোস্তফা কামাল জানান।

এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজীজ হায়দার ভুঁইয়া জানান, তিনি এ ঘটনাটি শুনেছেন। অভিযোগ প্রমাণিত হলে পরিচালনা পর্ষদ ইচ্ছে করলে ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করতে পারে।