চট্টগ্রামে শেষ হলো সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে চট্টগ্রামে সাংবাদিকদের তিনদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 04:08 PM
Updated : 23 April 2014, 04:08 PM

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ব্যবস্থাপনায় চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালায় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

বুধবার প্রশিক্ষণের শেষ দিনে কর্মশালায় অংশ নেয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।

বক্তব্য রাখেন সিইউজের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ।

কর্মশালায় প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, বাসসের জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুজ্জামান কামাল, ৭১ টিভির প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদ প্রমুখ।