ঝিনাইদহে গরমে ডায়রিয়া

প্রচণ্ড গরমে ঝিনাইদহে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে লোকজন, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 01:23 PM
Updated : 23 April 2014, 01:37 PM

তবে, এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে সিভিল সার্জন জানিয়েছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাশেদ আল মামুন জানান, অতিরিক্ত গরমের কারণে শিশুরা বেশি হারে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

রোগীর সংখ্যা বেশি হবার কারণে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছেন।

ডা. রাশেদ বলেন, প্রতিদিন সদর হাসপাতালে ৫০/৬০ জন ডায়রিয়া আক্রান্ত শিশু আসছে। এর মধ্যে বেশি অসুস্থ শিশুদের ভর্তি করা হচ্ছে। বাকিদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।  

সিভিল সার্জন ডা. নাসরিন সুলতানা বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে ডায়রিয়া রোগী সদর ও উপজেলা হাসপাতালেগুলোতে আসতে শুরু করে।

তবে জেলায় ডায়রিয়ার কারণে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।