গাজীপুরে অপহৃত শিশু কুড়িগ্রামে উদ্ধার

গাজীপুর থেকে অপহরণের দুই দিন পর এক শিশুকে কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী সন্দেহে গ্র্রেপ্তার করা হয়েছে এক যুবককে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 01:22 PM
Updated : 23 April 2014, 01:22 PM

কুড়িগ্রামের ভুরঙ্গামারীর সীমান্ত এলাকা নালিয়াপাড়া থেকে মঙ্গলবার গভীর রাতে প্রান্ত ওরফে কালুকে (৮) উদ্ধার এবং নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুর ১২টায় আদালতে হাজির করলে নুরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

শিশু প্রান্ত গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকার আব্দুস সালামের ছেলে ও কোনাবাড়ি রাজিয়া-রোকেয়া কিন্ডাগার্টেনের নার্সারির ছাত্র।

প্রান্তর বাবা আব্দুস সালাম জানান, তার বাসার কাছে থাকতেন রাজমিস্ত্রি নুরুল।

রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় নুরুল কোমল পানীয় খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রান্তকে অপহরণ করেন। পরদিন মোবাইল ফোনে তার কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

জয়দেবপুর থানার এসআই আশীষ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপহরণের পরদিন শিশুটির বাবা আব্দুস ছালাম জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের কথা বলে কৌশলে মঙ্গলবার রাতে নুরুলকে গ্র্রেপ্তার ও শিশু প্রান্তকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জয়দেবপুর থানায় অপহরণকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।