শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক খুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 11:59 AM
Updated : 23 April 2014, 11:59 AM

নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উজানগাংপাড় গ্রামে এ হামলায় নিহত হন ওই গ্রামের সুর রহমান (৬০)।

সুর রহমানের পুত্রবধূ আহত তাছিরনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় পুলিশ প্রতিবেশী আব্দুল বারেক ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে এসআই নজরুল ইসলাম বলেন, সুর রহমানের সঙ্গে প্রতিবেশী বারেকের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে।

সুর রহমানের দখলে থাকা জমিতে সকালে শ্রমিকরা ধান কাটছিল। তিনি শ্রমিকদের জন্য বিড়ি কিনতে পার্শ্ববর্তী দুগাংগারপাড় বাজারে যাওয়ার সময় আকস্মিকভাবে বারেক ও তার স্ত্রী নাজমা পথরোধ করে এলোপাতাড়ি রামদা ও ডেগার দিয়ে কোপাতে থাকে। এ সময় শ্বশুরকে বাঁচাতে এসে গুরুতর আহত হন পুত্রবধূ তাছিরন।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশ থেকে পালানোর সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা ও ডেগারসহ বারেক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ দুজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।