খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিক্ষানবিস চিকিৎসকদের হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 11:56 AM
Updated : 23 April 2014, 11:56 AM

বুধবার নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ মানববন্ধনে সকল গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম সোহাগের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক এস এস জাহিদ ও সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু।

এছাড়াও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, সাহেব আলী, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম শাহজালাল মোল্লা মিলন প্রমুখ বক্তব্য রাখেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতাল ও রামেক হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিস চিকিৎসকদের হামলা, মারধর ও ক্যামেরা ভাংচুরের বক্তারা উদ্বেগ প্রকাশ করেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উল্লেখ করে বক্তারা বলেন, যেকোনো ঘটনার জন্যই তরুণ শিক্ষানবিস চিকিৎসকরা সাংবাদিকদের টার্গেট করছেন।