চট্টগ্রামে ‘টেম্পু’ বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের খতিবেরহাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র পর সন্ত্রাসী দল ‘টেম্পু’ বাহিনীর তিন সদস্য ধরা পড়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 09:34 AM
Updated : 23 April 2014, 09:34 AM

পাঁচলাইশ থানার ওসি আবু জাফর মো ওমর ফারুক জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে খতিবের হাট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- রাসেল (২০), সাইফুল (১৮) ও আনিছ (২২)।

এদের মধ্যে পায়ে গুলিবিদ্ধ রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি ফারুক।   

অভিযানের সময় পাঁচলাইশ থানার এএসআই আবদুর রহিমও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  

এরআগে গত ১১ এপ্রিল নগরী থেকে গ্রেপ্তার হন এই বাহিনীর প্রধান ২২ মামলার আসামি ইসমাইল হোসেন টেম্পু।

ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার সন্ত্রাসীরা খতিবের হাটের এক মুদি দোকানির কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কয়েকদিন আগে তারা ২০ হাজার টাকা নিয়েও যায়।

মঙ্গলবার আবার চাঁদার জন্য আসবে খবর পেয়ে পুলিশ ওঁৎ পেতে ছিল।

“পুলিশের অবস্থান টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আমরাও পাল্টা কয়েক রাউন্ড গুলি ছুড়ি। এরপর আহত একজনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ওই দলের আরো দুই সদস্য পালিয়ে গেছে।”