যৌতুকের মামলা করে খুন হলেন শ্বশুর

সিরাজগঞ্জের বেলকুচিতে যৌতুক মামলা করায় শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 03:38 AM
Updated : 23 April 2014, 03:38 AM

বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ক্ষিদ্রামাটিয়া গ্রামের বোল্ডার বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহ আলম মোল্লা (৫০)। তার ঘাতক জামাইয়ের নাম ইব্রাহিম হোসেন (২৫)। দুজনের বাড়ি ক্ষিদ্রামাটিয়া গ্রামে।  

স্থানীয়রা জানিয়েছে, চার বছর আগে শাহ আলম ৫০ হাজার টাকা যৌতুক দিয়ে ইব্রাহিমের সঙ্গে মেয়ে কোহিনূরের বিয়ে দিয়েছিলেন। কিন্তু আরো যৌতুকের দাবি করে ইব্রাহিম প্রায়ই কোহিনূরকে মারধর করতেন এবং বাবার বাড়ি পাঠিয়ে দিতেন টাকা আনার জন্য।

এসব কারণে এক পর্যায়ে শাহ আলম বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে যৌতুক মামলা দায়ের করেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা বোল্ডার বাজারে শাহ আলমকে একা পেয়ে তার সঙ্গে তর্ক করেন জামাই ইব্রাহিম। এক পর্যায়ে হাতে থাকা ধারালো অস্ত্রদিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান ইব্রাহিম।

আশপাশের লোকজন দ্রুত তাকে বেলকুচি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।