অভয়নগরে ‘বন্দুকযুদ্ধে’ হত্যার আসামি নিহত

যশোরের অভয়নগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন হত্যা ও বিস্ফোরক মামলার এক আসামি।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2014, 02:55 AM
Updated : 23 April 2014, 03:00 AM

অভয়গনগর থানার ওসি খবির উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে শংকরপাশার বিশ্বাসপাড়া শ্মশানঘাট এলাকায় এ ঘটনায় পাঁচ পুলিশও আহত হয়েছেন।

নিহত সাইফুল শিকারী (৩৫) উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। একটি বিস্ফোরক মামলায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

চরমপন্থী দলের এই সদস্যের বিরুদ্ধে দুটি হত্যাসহ ডাকাতি ও বিস্ফোরণের আটটি মামলা রয়েছে।

এর মধ্যে ২০১১ সালের ১৩ ডিসেম্বর অভয়গরের নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী জাহিদুল ইসলামকে হত্যা করে পাঁচ লাখ টাকা ছিনতাইসহ ২০০৮ সালের ৫ মার্চ খলিল শিকারী হত্যা মামলা রয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।   

গুলিতে আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই আরিফুর, দুই এএসআই আহসান হাবিব ও তৌহিদুল ইসলাম এবং দুই কনস্টেবল মেহেদি, মোসাহেদ। তাদের চিকিৎসা চলছে।

ওসি খবির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি সাইফুলের দেয়া তথ্য অনুযায়ী রাতে ওই এলাকায় তাকে নিয়েই অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। এসময় পুলিশ ও সাইফুলের সহযোগী সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয়।

পুলিশের দাবি, সাইফুল তার সহযোগীদের ছোড়া গুলিতে নিহত হন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুইটি কার্তুজ পাওয়া গেছে।