পাথর উত্তোলন বন্ধে অভিযান, যৌথবাহিনীর বহরে হামলা

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান শেষে ফেরার পথে যৌথ বাহিনীর গাড়ি বহরে হামলা হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 02:55 PM
Updated : 22 April 2014, 02:55 PM

মঙ্গলবার বেলা সোয়া ২টায় উপজেলার টুকেরবাজার এলাকায় স্থানীয় লোকজন সড়কে অবরোধ দিয়ে এ হামলা চালায়।

পুলিশ জানায়, এ সময় যৌথবাহিনীর সঙ্গে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে কোম্পানীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলীর ছোট ভাই মোশাররফসহ অন্তত ৮ জন আহত হয়েছে।

মোশাররফসহ আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, দুপুরে ভোলাগঞ্জে রেলওয়ের রোপওয়ে এলাকার বাইরে যত্রতত্র খোঁড়াখুঁড়ির দায়ে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কোম্পানীগঞ্জের ইউএনও আসিফ বিন ইকরাম, ওসি দেলোয়ার হোসেন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান অংশ নেন।

অভিযানের সময় কোয়ারি এলাকায় পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলনের জন্য ৩৫টি বোমা মেশিন(পাথর উত্তোলনের জন্য এক ধরণের ইঞ্জিন চালিত যন্ত্র)ধ্বংস করা হয়।

অভিযান শেষে ফেরার পথে টুকেরবাজার সংলগ্ন বউবাজার এলাকায় কয়েকশ’ লোক সড়ক অবরোধের সৃষ্টি করে।

তারা কোয়ারিতে অভিযানের প্রতিবাদে ইউএনও ওবং ওসির গাড়ি বহরে হামলা চালায়। এতে তাদের গাড়ি দুটির সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি।

কারা এ হামলা চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে। অভিযানের বিরোধীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা পুলিশের।

অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত এলাকায় সোমবার থেকে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারি করে প্রশাসন।