ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 02:31 PM
Updated : 22 April 2014, 02:31 PM

সোমবার মধ্য রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি আব্দুর রশিদ।

নিহত  লিটন (২৭) ধামরাইয়ের কেলিয়া গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “উপজেলার দেপসাই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মোশারফ হোসেন মোটরসাইকেলে করে ধামরাই থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথে সোমভাগ ইউনিয়ন পরিষদের কাছে তিনজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

তাৎক্ষণিকভাবে মোশারফ মোবাইল ফোনে এলাকার লোকজনকে বিষয়টি  জানালে তারা বাজারের কাছে রাস্তায় ব্যারিকেড দেয়।

এ সময় পালানোর চেষ্টাকালে মোটরসাইকেলের সঙ্গে একটি গাছের ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক লিটন মারা যান।

আহত অবস্থায় শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।  তবে সোহেল নামে তাদের অপর সঙ্গী পালিয়ে যান।

মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য লিটনের ঢাকা মেডিল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।