বরগুনায় সাংবাদিকদের উপর হামলা, গ্রেপ্তার ২

পেশাগত দায়িত্ব পালনের সময় বরগুনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 12:08 PM
Updated : 22 April 2014, 12:08 PM

সোমবার গভীর রাতে এ ঘটনায় উপজেলার ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক স্বপনের ভাই রিপনকে তার সহযোগী মনিরসহ গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি আজম খান ফারুকী জানান, সোমবার রাত ৮টায় পেশাগত দ্বায়িত্ব পালনের সময় জেলা প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার রাতেই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ দ্রুত বিচার আইনে ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার পর রাতেই বরিশালের বাকেরগঞ্জ থেকে মামলার প্রধান দুই আসামি রিপন ও মনিরকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আজম খান ফারুকী বলেন, ফুটবল খেলা নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত ৮টায় প্রেসক্লাব চত্বরে রিপনের নেতৃত্বে ২০/২৫ জন যুবক ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লার ওপর অতর্কিতে হামলা চালায়।

এ সময় তারা নজরুল মোল্লা ও তার ভাই চুন্নু মোল্লাকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে রিপনের নেতৃত্বে দুর্বৃত্তরা স্থানীয় সাংবাদিক নুরুজ্জামান ফারুককে লাঞ্ছিত করে এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।

এ সময় তার সহকর্মীরা এগিয়ে এলে রিপনের লোকরা জাফরুল হাসান রুহান, রিয়াজ আহমেদ মুছা, মিজানুর রহমান ও এম জসীম উদ্দীনের ওপর চড়াও হয়।

এক পর্যায়ে তারা দুইজনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।