নাটোরে জামায়াতের আড়াইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জামায়াতে ইসলামীর মিছিল থেকে কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও মারপিটের অভিযোগে দলটির আড়াইশ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 07:39 AM
Updated : 22 April 2014, 07:39 AM

নাটোরের সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, সোমবার মধ্যরাতে মামলা দায়েরের পরপরই শহরের চকরামপুর এলাকা থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে তিনজন হলেন- জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি আবু তালেব, হরিশপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহ আলম, শিবির কর্মী মোহাইমেনুল।

সদর থানায় বাদী হয়ে মামলাটি করেন এসআই নূর ই আলম। এতে ১৩ আসামির নাম উল্লেখ রয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।

আগের দিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নেতাদের মুক্তির দাবিতে জেলা আমীর ইউনুস আলী, সেক্রেটারি দেলোয়ার হোসেন খান ও নাটোর শহর আমীর আতিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে মিছিল বের করে স্থানীয় জামায়াত। চকরামপুরের দিকে মিছিলে বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুড়লে সংঘর্ষ বাধে। এতে ছয় পুলিশ সদস্যসহ অন্তত ২৬ জন আহত হন। ঘটনার পরপরই পুলিশ জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে আটক করে।