যশোরে ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা গুলিবিদ্ধ

যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শিবির নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের এক কনস্টেবলও।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 07:21 AM
Updated : 22 April 2014, 07:21 AM

সোমবার গভীর রাতে সদর উপজেলার হামিদপুর ময়লাখানা এ ‘বন্দুকযুদ্ধে’ আহত মুহাইদ হোসেনকে (২৮) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুহাইদ ইসলামী ছাত্র শিবিরের যশোর সিটি কলেজ শাখার ২০১১ সালের সভাপতি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

তবে হাসপাতালে চিকিৎসাধীন মুহাইদ অভিযোগ করছেন, বাড়ি থেকে ডেকে নিয়ে তার পায়ে গুলি করেছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার ওসি এমাদাদুল হক শেখ বলেন, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার হামিদপুর ময়লাখানার পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে জামায়াত-শিবিরের বেশকিছু নেতা-কর্মী গোপন বৈঠক করছিলেন।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর আক্রমণ করে। এতে পুলিশ কনস্টেবল বুলবুল আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে মুহাইদ পায়ে গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়।

পরে মুহাইদকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

মুহাইদের কাছ থেকে একটি নাইন শুটার গান ও থ্রিনটথ্রি রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন মুহাইদ সাংবাদিকদের কাছে দাবি করেছেন, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে থানায় বসিয়ে রাখে পুলিশ। রাত ৩টার দিকে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে পায়ে গুলি করা হয়।