তিতাসের লাইনে আগুন: দগ্ধ আরো ১ জনের মৃত্যু

গাজীপুর জেলার শ্রীপুরে তিতাস গ্যাসের সরবরাহ লাইনে আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 05:52 AM
Updated : 22 April 2014, 05:52 AM

শ্রীপুর থানার ওসি মোহসীন উল কাদির জানান, চার দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান মো. মোস্তফা জামান (৪৫)।

তিনি ঘটনাস্থল শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের বিউটি ফার্মেসির মালিক ছিলেন।

এর আগে গত ১৮ এপ্রিল মোস্তফার দোকানের কর্মচারী আনোয়ার হোসেন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১৭ এপ্রিল সন্ধ্যায় শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে মাটি কাটার সময় তিতাসের সরবরাহ লাইন ফেটে আগুন ধরে যায়।

আগুনে আশপাশের ছোটবড় অর্ধশতাধিক দোকান, দুটি বাড়ি ও একটি মসজিদ পুড়ে যায়।

আগুন থেকে দোকানের মালামাল রক্ষা করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন ওই বাজারের বিউটি ফার্মেসির মালিক পল্লী চিকিৎসক মোস্তফা জামান, তার কর্মচারী আনোয়ার হোসেন, ক্ষুদ্র ব্যবসায়ী নয়নসহ বেশ কয়েকজন।

পরে তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।