গাজীপুরে কারখানার খাবার খেয়ে দু’শতাধিক শ্রমিক অসুস্থ

কারখানা কর্তৃপক্ষের সরবরাহ করা খাবার খেয়ে গাজীপুর নগরীর একটি কারখানার দু্’শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 05:14 PM
Updated : 21 April 2014, 05:17 PM

সোমবার সন্ধ্যায় কোনাবাড়ির জরুন এলাকায় বেস্ট উল সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেস্টওয়ে সোয়েটার কারখানার শ্রমিকদের ডিম, কলা, পেটিস ও বিস্কুট খেতে দেয়া হয়।

“ওই খাবার খেয়ে শ্রমিকরা আবার কাজে যোগ দেয়ার প্রায় ২০ মিনিট পর কয়েকজন শ্রমিক বমি করতে থাকেন, কয়েকজন মাথা ঘুরে মেঝেতে পড়ে যান।

“পরে কারখানা কর্তৃপক্ষ দু’শর বেশি শ্রমিককে কোনাবাড়ির শরীফ মেডিকেলসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।”

কারখানার ব্যবস্থাপক মো. শাহদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জরুন এলাকার সজীব পাঠান নামের এক ব্যবসায়ী কারখানায় খাবার সরবরাহ করে থাকেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

শরীফ মেডিকেলের চিকিৎসক খান মো. শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাদ্যে বিষক্রিয়ার কারণেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।”