রাজবাড়ীতে অস্ত্রসহ আটক ৩

রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 04:21 PM
Updated : 21 April 2014, 04:21 PM

সোমবার এ দুই অভিযানে তিনটি শাটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ দুটি ঘটনায় পাংশা থেকে একজনকে ও কালুখালী থেকে দুইজনকে আটক করা হয়েছে।

পাংশা থানার ওসি আবুল বাসার মিয়া জানান, সন্ধ্যায় শহরের মদিনা ক্লিনিকের পাশের একটি মেহগনি বাগান থেকে চরমপন্থী তাজুল বাহিনীর প্রধান তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছে একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

তাজুল পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামের আব্দুল রফিকের ছেলে।

ওসি আরো জানান, র্দীঘদিন ধরে তাজুল ও তার বাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুর র‌্যাব-৮ জানায়, দুপুরে কালুখালীর বড়পাতুরিয়া গ্রামের আলমশাহ ঘাট সংলগ্ন গড়াই নদীর বালুচর এলাকা থেকে দুই অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

আটকরা হচ্ছেন মাগুরার শ্রীপুর উপজেলার মোকছেদ মন্ডলের ছেলে মো. আলমগীর হোসেন মন্ডল (৪৮) ও আব্দুল হাইয়ের ছেলে আরজু শেখ (৩০)।

এ সময় তাদের কাছ থেকে দেশে তৈরি দুইটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।