হাসপাতালে পানি নেই, অতিষ্ঠ রোগী

গ্রীষ্মের তীব্র তাপদাহের মধ্যে ঝালকাঠী সদর হাসপাতালে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

ঝালকাঠী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 02:43 PM
Updated : 21 April 2014, 03:07 PM

সোমবার একশ’ শয্যার এই হাসপাতাল ঘুরে দেখা গেছে, বাইরে থেকে পানি এনে খাবার পানির চাহিদা মেটানো হচ্ছে।

গত শনিবার পানির পাম্প বিকল হয়ে যাওয়ার পর বিকল্প ব্যবস্থা করতে না পারায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

খাবার পানির বিকল্প ব্যবস্থা করতে পারলেও তীব্র দুর্গন্ধে শৌচারগারের আশপাশে যাওয়া যায় না।

হাসপাতালে ভর্তি লতিফা বেগম (৬৫) বলেন, “পানির অভাবে বাথরুমে যাইতে পারি নাই। দুই দিন ধইরা গোসলও করি নাই।”

হাসপাতালে ভর্তি হওয়া সুনীল ডাকুয়াসহ অন্য রোগীরাও একই কথা বলেন।

তারা জানান, হাসপাতালে এসে সেরে ওঠার পরিবর্তে  তীব্র গরম আর পানির অভাবে আরো অসুস্থ্য হয়ে পড়ছে।

এ বিষয়ে ঝালকাঠী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মানস কুমার কুণ্ড জানান, দুদিন আগে পানির পাম্পটির কয়েল পুড়ে গেছে।

মেরামতের জন্য বরিশাল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।