পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় আটক ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় দুইজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 01:45 PM
Updated : 21 April 2014, 01:45 PM

সোমবার বিকেলে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, দুপুরে ভুলতা এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় তাদের কাছ থেকে পুলিশের একটি হ্যান্ডকাফ ও ওয়াকিটকি, ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাস, একটি মোবাইল ফোন এবং ছিনতাই করে নেয়া প্রায় দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হলেন,  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার শ্রীপুরের ফজলুর রহমানের ছেলে আব্দুল হাকিম (২৮) ও শরীয়তপুর সদরের কোয়ারপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, দুপুর ১২টার দিকে ব্যবসায়ী সাইফুল ইসলাম ভুলতা এলাকায় একটি ব্যাংক থেকে সাড়ে ৪ লাখ টাকা তোলেন।

ব্যাংক থেকে টাকা নিয়ে রওনা হলে ৬/৭ জন ছিনতাইকারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার গতিরোধ করে।

এ সময় তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করলে তিনি চিৎকার করেন।

তার চিৎকারে লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়ে পুলিশ দেয়। অন্যরা পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।