রামেকে তদন্ত কমিটি; সাংবাদিকরা বিক্ষোভে, চিকিৎসকরা ধর্মঘটে

রাজশাহী মেডিকেল কলেজে শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রেখেছেন সাংবাদিকরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 10:54 AM
Updated : 21 April 2014, 11:05 AM

অন্যদিকে সাংবাদিকদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে কর্মবিরতি শুরু করেছেন হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

এদিকে সাংবাদিকদের ওপর রোববারের হামলার ঘটনা তদন্তে একটি কমিটি করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে হাসপাতাল পরিচালনা কমিটির জরুরি বৈঠকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনকে সভাপতি করে সাত সদস্যের এই কমিটি করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সাংবাদিকদের বলেন, ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

“তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হবে এবং তাদের আইনের কাছে সোপর্দ করা হবে। এ ব্যাপারে কোনো কোনো ছাড় দেয়া হবে না।”

হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ওয়ার্কার্স পার্টির এই সংসদ সদস্য।

রোববার রাতে হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার শিকার হন বলে সাংবাদিকদের অভিযোগ।

এক রোগীর স্বজনের সঙ্গে চিকিৎসকের হাতাহাতির খবর পেয়ে হাসপাতালে যাওয়ার পর তখন মারধরের শিকার হন ১০ সাংবাদিকক। ভেঙে ফেলা হয় বেসরকারি কয়েকটি টেলিভিশনের ক্যামেরা।

হামলার প্রতিবাদসহ তিন দফা দাবিতে রাজশাহী বিভাগের চার জেলায় মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন সাংবাদিকরা।

সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ও স্থানীয় সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী।

বেলা ১২টায় স্থানীয় সাংবাদিক-পেশাজীবীরা রাজশাহীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে একই স্থানে সমাবেশ হয়।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত চিকিৎসকদের শাস্তি, হামলার সময় ‘নীরব’ থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং ভেঙে ফেলা ক্যামেরার ক্ষতিপূরণ ও আহত সাংবাদিকদের চিকিৎসা ব্যয় নিশ্চিত না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় সমাবেশে।

একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) উদ্যোগে বেলা ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

অন্যদিকে সাংবাদিকদের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ এনে নিজেদের নিরাপত্তা ও হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

শিক্ষানবিশ চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে কর্মবিরতির কোনো ঘোষণা দেননি জানালেও হাসপাতালের অতিরিক্ত পরিচালক আ স ম বরকতুল্লাহ স্বীকার করেছেন যে তারা কাজ করছেন না।