শপথ নিলেন অনুপম শাহজাহান

টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয় শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 10:23 AM
Updated : 21 April 2014, 10:23 AM

সোমবার সংসদ ভবনে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ পড়ান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

শপথ অনুষ্ঠানে ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য ইকবালুর রহিম, মো. শাহাব উদ্দিন প্রমুখ।

শপথ অনুষ্ঠান পচিালনা করেন সংসদ সচিব মো. আশরাফুল মকবুল।

আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে শূন্য হওয়া বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন পান তার ছেলে অনুপম।

২৯ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে একটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ফল ঘোষণা আটকে ছিল।

স্থগিত কেন্দ্র ৯১ নম্বর ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬ এপ্রিল ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা শাহজাহানপুত্র অনুপমকে বিজয়ী ঘোষণা করেন। রোববার এ সংক্রান্ত গেজেটে প্রকাশ করে নির্বাচন কমিশন।