পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 10:04 AM
Updated : 21 April 2014, 11:53 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে গত ১৭ এপ্রিল প্রকাশিত ‘লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে অর্থ ব্যয়ে নৈরাজ্য’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রকাশিত খবরে মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়ের নিরীক্ষকদের তৈরি প্রতিবেদন উদ্ধৃত করে হাই কমিশনের অর্থ ব্যয়ে সরকারি বিধি লংঘন ও হাই কমিশনার মিজারুল কায়েসের ক্ষমতার অপব্যবহারের কয়েকটি নজির তুলে ধরা হয়।

এই খবরের প্রতিবাদ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “নিরীক্ষকদের প্রতিবেদনটি এখনও চূড়ান্ত হয়নি। তাই সংবাদটি অপরিণত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক গাজী নাসিরুদ্দিন খোকন বলেন,“সরকারি নিরীক্ষকদের তোলা প্রত্যেকটি আপত্তিই খবরযোগ্য। প্রতিবেদনটিতে প্রত্যেকটি আপত্তির বিপরীতে কর্তৃপক্ষের বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে নিরীক্ষকদের মন্তব্য লিপিবদ্ধ রয়েছে। আপত্তি বা অভিযোগের বিপরীতে তাই নতুন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের প্রয়োজনীয়তা নেই।

“পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদপত্রে কোথাও বলা হয়নি যে, উত্থাপিত আপত্তিগুলোর মধ্যে একটির সঙ্গেও তাদের মতদ্বৈততা রয়েছে।”