সন্ত্রাস দমনে বৈশ্বিক উদ্যোগ চাই: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, বৈশ্বিক বাস্তবতার আলোকে সন্ত্রাস দমনে বিভিন্ন দেশের সমন্বিত উদ্যোগ দরকার। এটি কেবল একটি দেশের একার দায়িত্ব নয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 09:15 AM
Updated : 21 April 2014, 09:15 AM

সোমবার মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজ ও সিঙ্গাপুরের গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম’ এর যৌথ উদ্যোগে চারদিনব্যাপী আয়োজিত এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের কদাকার রূপ দেখেছে। এটা নির্মূলে বাংলাদেশ কাজ করতে চায়। তবে এজন্য অন্যান্য দেশের সঙ্গে অভিজ্ঞতার বিনিময় করা দরকার।

ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে যে অভিজ্ঞতা বিনিময় করেছে, তা ইতিবাচক ভূমিকা রখেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজমুল হক, এমডিএস মো. গোলাম রসূল, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দীন প্রমুখ।