ধান ক্ষেতে শিশুর গলাকাটা লাশ

কুড়িগ্রাম সদরে একটি ধান ক্ষেত থেকে স্কুল পড়ুয়া শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 08:41 AM
Updated : 21 April 2014, 08:41 AM

কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) মো রুহানী জানান, সোমবার সকালে গোড়স্থানপাড়া ময়না ব্রিজের কাছে এ ঘটনায় নিহতের চাচিসহ সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে।   

নিহত মহেন্দ্র রবীদাস ওরফে মোহন্ত (১২) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ত।

শিশুটির গলা কাটা ছিল এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ভোতা অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আটকরা হলেন- মোহন্তের চাচি বেলি রানী এবং দুই প্রতিবেশী নন্দ কিশোর ও হরিলাল।

নিহতের বাবা চুনমন রবীদাস মারা গেছেন। এর পর থেকেই তার মা এলাকায় গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন।

স্থানীয়রা জানিয়েছে, চাচা তুলসি দাস মোহন্তের পড়াশোর খরচ চালাতেন। আর এটি তুলসির স্ত্রী বেলির পছন্দ ছিল না। এ কারণে মোহন্ত ও তার মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল বেলীর। ঘটনার আগের দিন রোববার মোহন্তকে সঙ্গে নিয়ে বের হয়েছিলেন বেলি। বেশ খানিক সময় ধরে তাদের রিকশায় ঘুরতেও দেখেছেন এলাকাবাসী। 

এ কারণে লাশ দেখার পরপরই বেলী রাণীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

ওসি রুহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে যা তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না।”