ফতুল্লায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় আগুন লেগে মেশিনপত্র, কাপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 06:40 AM
Updated : 21 April 2014, 06:40 AM

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সোমবার সকাল ১০টার দিকে ফতুল্লার পঞ্চবটি এলাকায় ফকির অ্যাপারেলস কারখানায় এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আকতার হোসেন বলেন, পোশাক কারখানাটির ডাইং সেকশনে আগুনের সূচনা হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ওই কারখানার মেশিনপত্র, কাপড়সহ বিভিন্ন মালামাল। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজ উদ্দিন বলেন,  ওই কারখানার ড্রায়ার (কাপড় শুকানো) মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।