সিরাজগঞ্জে খুনের পর অবরোধ-ভাংচুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মোটর সাইকেল চালককে খুনের পর মহাসড়ক অবরোধের পাশাপাশি সন্দেহভাজন খুনিদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে স্থানীয়রা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 05:51 PM
Updated : 20 April 2014, 05:51 PM

শনিবার রাতে পিটিয়ে শাহ আলমের মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়া হয়। গুরুতর আহত আলমকে ঢাকায় নেয়ার পথে রোববার বিকালে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

শাহ আলম রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেবরাজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের জানান, শনিবার রাত ১০টার দিকে চান্দাইকোনা থেকে তিনজন যাত্রী নিয়ে রওনা হয়েছিলেন শাহ আলম। সোনাখাড়া ইউনিয়নের ধলজান এলাকায় ওই তিন যাত্রী চালক আলমকে মারপিট করে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

শাহ আলমকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হয়। রোববার দুপুরে তাকে ঢাকায় নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।

শাহ আলমের মৃত্যুর পর তার এলাকার লোকজন প্রথমে চান্দাইকোনা এলাকায় মহাসড়ক অবরোধ করে। এর সন্দেহভাজন দুই খুনির দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ওসি বলেন, প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধের পর দুটি বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোটর সাইকেল ছিনতাই ও নিহতের ঘটনায় শাহ আলমের ভগ্নিপতি মতিয়র রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে ওসি জানান।