কক্সবাজারের বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত, গুলিবিদ্ধ পুলিশ সদস্য

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 05:50 PM
Updated : 20 April 2014, 05:50 PM

এঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন রামু থানার সহকারী উপ-পরিদর্শক মিল্টন দে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-নাইক্ষ্যংছড়ি সড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও তিনি ডাকাত দলের সদস্য বলে পুলিশের ধারণা।

রামু থানার ওসি আপ্পেলা রাজু নাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। এতে এএসআই মিল্টন দে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করা হলেও তার নাম পরিচয় জানা যায়নি।”

রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলেই গুলিবিদ্ধ ডাকাতের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।