প্রথম শ্রেণির কর্মকর্তা হলেন জেসিওরা

বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়ার কমিশন্ড অফিসার (জেসিও) পদকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণির (নন-ক্যাডার) পদে উন্নীত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 04:32 PM
Updated : 20 April 2014, 04:32 PM

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া সার্জেন্ট পদকে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণির পদে উন্নীত করা হয়েছে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেসিওদের প্রথম শ্রেণি (নন-ক্যাডার) এবং সার্জেন্টদের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণের ফলে এদের পদমর্দা ও বেতন কাঠামো পরিবর্তন হবে।

সেনাবাহিনী সাংগঠনিক কাঠামো অনুযায়ী সকল প্রশাসনিক, অপারেশনাল এবং বিভিন্ন দায়িত্ব-কর্তব্য পালনের বিদ্যমান নিয়মাবলী আগের মতো অপরিবর্তিত ও চলমান থাকবে বলেও জানানো হয়।