টাঙ্গাইলে সিবিএ নেতা খুন

নিখোঁজের ১৮ ঘন্টা পর টাঙ্গাইলের সোনালী ব্যাংকের এক সিবিএ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 04:31 PM
Updated : 20 April 2014, 04:31 PM

রোববার বিকালে নিজ গ্রাম মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় কাজী শফিকুল ইসলামের (৫০) রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। শফিকুল সোনালী ব্যাংক টাঙ্গাইল জেলা সিবিএর সহসভাপতি।

কুরনি গ্রামের মৃত কাজী মোকছেদ আলীর ছেলে শফিকুল সোনালী ব্যাংক পাকুল্লা শাখায় কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় আটকরা হলেন একই গ্রামের জিন্নাহ মেম্বারের মেয়ে বীনা, তার দুই ভাই মাসুদ ও মামুন এবং তাদের দুই স্ত্রী মর্জিনা ও মুক্তা।  

নিহতের স্ত্রী আলেয়ার বরাত দিয়ে মির্র্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, শনিবার রাতে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

রোববার বিকালে এলাকাবাসী ওই গ্রামের বাসিন্দা জিন্নাহ মিয়ার পুকুর পাড়ের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরিবারের অভিযোগ, তাকে অপহরণের পর পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে।