চট্টগ্রামে পদমর্যাদা বাড়ানোর দাবিতে শিক্ষকদের সমাবেশ

তৃতীয় শ্রেণি থেকে পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 04:30 PM
Updated : 20 April 2014, 04:30 PM

রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা।

‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, চট্টগ্রাম’ এই ব্যানারে মহানগরসহ বিভিন্ন উপজেলার বিদ্যালয়গুলোর দু’শর বেশি শিক্ষক কর্মসূচিতে অংশ নেন।

একইসঙ্গে কর্মসূচি থেকে শিক্ষকরা শতভাগ বিভাগীয় পদোন্নতি দেয়ার দাবিও তুলেন।

সংগঠনটির সভাপতি দিদারুর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি মহৎ পেশার চাকরিজীবী হলেও শিক্ষক হিসেবে আমরা এখনো তৃতীয় শ্রেণির মর্যাদার। দীর্ঘদিন ধরে তা পরিবর্তনের দাবি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নিয়ে আমাদেরকে হেয় করা হচ্ছে।”

তিনি বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। একজন শিক্ষক চাকরিতে যোগদানের পর বৃদ্ধ বয়সে একই পদে থেকেই অবসর নেন।

“প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য ক্রমাগতই বাড়ছে। সেকারণে বাধ্য হয়েই আমরা দ্বিতীয় শ্রেণির মর্যাদার দাবিতে আন্দোলনে নেমেছি।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রাথমিকের সহকারী শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহাবুবুল আলম, সৌমেন পাটোয়ারি, জাহাঙ্গীর আলম, তরুণ কান্তি চক্রবর্তী, শাহনাজ পারভীন ও আবদুর রহমান।

সমাবেশ ও মানববন্ধন শেষে শিক্ষকরা চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলন কক্ষে একই দাবিতে সংবাদ সম্মেলন করেন।