চাষাঢ়ায় আ. লীগ অফিসে বোমা হামলা মামলার অভিযোগ গঠন

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা ও ২০ জন নিহত হওয়ার ঘটনায় দুই মামলার অভিযোগ গঠন করা হয়েছে। 

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 01:40 PM
Updated : 20 April 2014, 01:40 PM

রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মালিক আব্দুল্লাহ আল আমিন এ আদেশ দেন।

আদেশে মামলায় সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে আগামী ২৯ এপ্রিল।

পাবলিক প্রসিকিউটার মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ গঠনের শুনানির সময় অভিযুক্ত দুই আসামি হুজি নেতা মুফতি আবদুল হান্নান ও নারায়ণগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহাদাত উল্লাহ জুয়েল উপস্থিত ছিলেন।

অপর আসামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু জামিনে রয়েছেন। চাষাঢ়ার ওবায়দুল্লাহ হক পলাতক এবং ভারতে পুলিশের হাতে আটক রয়েছেন হুজি নেতা আনিসুল মোরছালীন ও তার ভাই মাহবুব মুত্তাকিন।

অভিযুক্ত পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেয়া হবে বলে তিনি জানান।

২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলায় ২০ জন নিহত হন। আহত হন আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ শতাধিক নেতাকর্মী।

এই ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

২০১৩ সালের ২মে এ মামলায় ছয় জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্ত সংস্থা সিআইডি।