চুয়াডাঙ্গায় আখচাষিদের স্মারকলিপি 

আখের বকেয়া মূল্য পরিশোধসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চুয়াডাঙ্গার আখচাষিরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 10:48 AM
Updated : 20 April 2014, 10:49 AM

বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের উদ্যোগে রোববার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, যথাযথ প্রক্রিয়ায় অতি দ্রুত স্মারকলিপি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।

স্মারকলিপিতে বলা হয়, দেশের ১৫টি চিনিকলে আখচাষিদের ২০০ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে।

তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে আখচাষিদের বকেয়া পাওনা পরিশোধ, চিনি অবিক্রিত থাকার স্থায়ী সমাধান, আখের মূল্য বৃদ্ধি করে প্রতিমণ ১৩০ টাকা নির্ধারণ, ওজনে কারচুপি রোধ ও আখচাষির সন্তানদের চাকরি প্রথা চালু।

স্মারকলিপি প্রদানের সময় চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান, দর্শনা কেরু চিনিকলের আখচাষি কল্যাণ সংস্থার উপদেষ্টা আকমত আলী, সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি ওমর আলী, সহ সম্পাদক আব্দুল বারি, আমজাদ হোসেন, ওহিদুজ্জামান, লাল মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।