নীলফামারীতে দুদলের সংঘর্ষে নিহত ১

নীলফামারীর ডোমারে বাঁশ কাটা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে  একজন নিহত হয়েছেন। আহত হন দুজন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 10:08 AM
Updated : 20 April 2014, 10:08 AM

রোববার দুপুরে উপজেলার মাদ্রাসা পাড়া গ্রামে এ সংঘর্ষে নিহত সুমন ইসলাম (১৯) ডোমার পৌরসভার বড়রাউতা গ্রামের বাবুল ইসলামের ছেলে।

ডোমার থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক খণ্ড জমি নিয়ে বাবুল ইসলাম ও চাঁন মিয়ার বিরোধ চলছিল। বর্তমানে ওই জমির দখলে আছেন বাবুল ইসলাম, যেখানে একটি বাঁশঝাড় আছে।

দুপুরে চাঁন মিয়া ওই জমিতে বাঁশ কাটতে গেলে বাবুলের পরিবারের লোকজন বাধা দেয় এবং এতে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে বাবুলের দুই ছেলে সুমন ইসলাম ও সুজন ইসলাম এবং চাঁন মিয়ার ছেলে সোয়ান আহত হন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুমনের মৃত্যু হয়।

সুজন ও সোয়ানকে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ডোমার থানার ওসি কফিল উদ্দিন জানান, দুই প্রতিবেশীর সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।