লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে আট দোকান

লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আটটি দোকান।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 08:01 AM
Updated : 20 April 2014, 08:01 AM

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহ উদ্দিন জানান, রোববার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ারর সার্ভিসের এ কর্মকর্তা বলেন, রাত ৩টার দিকে জননী মুদি দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা। মুহূর্তেই তা ছড়িয়ে পরে পাশের ‘তানমিয়া ফার্মেসী’ ‘হিমাংস বস্ত্র বিতান’ ‘জাফর মোবাইল ট্রেনিং সেন্টার’ ‘ইউসুফ কনফেকশনারী’ ‘চমক ডিপার্টমেন্টাল স্টোর’ ‘হিরো’ ও ‘জয়নালের ডিমের আড়তে’। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

তবে ক্ষতিগ্রস্ত বেলাল হোসেন ও সুরেশ অধিকারীসহ অন্য ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।